সবারই আইপিএল খেলতে মন চায়, তবে আক্ষেপ নেই: তাসকিন

ইনজুরির কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর থেকে ছিটকে গেছেন মার্ক উড। ইংল্যান্ডের ডানহাতি এই পেসারের বদলি হিসেবে তাসকিন আহমেদকে দলে পেতে চেয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তবে ডানহাতি এই পেসারকে পুরো আইপিএল খেলার জন্য অনাপত্তি পত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দক্ষিণ আফ্রিকা সিরিজের কারণেই মূলত প্রথমবারের মতো সুযোগ পেয়েও আইপিএল খেলতে যাওয়া হয়নি তাসকিনের। দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাসকিন বলেন, ‘না, দেখেন একজন খেলোয়াড় হিসেবে আইপিএল খেলতে সবারই মন চায়, সবসময় মন চায়। যেহেতু দেশের খেলা ছিল ওই সময় তখন কিছু করার ছিল না। দেশের হয়ে খেলার কারণেই তো আইপিএল খেলার সুযোগ হয়েছে। ম্যান অব দ্য সিরিজ, সিরিজ জয় ওইটা কভার করে দিয়েছে। এখন যদি একটা টেস্ট জিততে পারি তাহলে সেটা আরও বেশি ভালো হবে।’

এবারের আসরে নিলাম থেকে দল পেলেও আগামী আসরে শুরুতেই দল পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে তাসকিন বলেন, ‘এটা (পরের আইপিএলে প্রথম কলেই দল পাওয়া) নিয়ে আসলে আশা নেই। যদি হয় হবে না হলে নাই। কিন্তু দেশের হয়ে নিয়মিত খেলতে চাই।’

ইনজুরির কারণে প্রথম টেস্টে খুব ভালো করতে না পারলেও ওয়ানডে সিরিজে দারুণ বোলিং করেছিলেন তাসকিন। শেষ ওয়ানডেতে ৫ উইকেট নেয়ার সঙ্গে পুরো সিরিজে নিয়েছিলেন ৮ উইকেটে। তাতে জিতেছেন সিরিজ সেরার পুরস্কার। ডানহাতি এই পেসার বলেন, ‘অবশ্যই, এটা অন্যরকম একটা সিরিজ। সবসময় চেয়েছি বড় দলের বিপক্ষে জয়ের পেছনে নিজের ভূমিকা রাখতে। আল্লাহর অশেষ রহমতে এবার পেরেছি এবং জয়ও পেয়েছি। তো সামনে যাতে এরকম আরও বেশি সিরিজ জয় করতে পারি আমরা দলগতভাবে এবং আমার অবদান বেশি থাকে এটাই।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.