তাসকিনকে সান্ত্বনা দেওয়া ছাড়া উপায় নেই: মুস্তাফিজ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ। এবার জাতীয় দলের পার্ট চুকিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঘাঁটি গাড়বেন মুস্তাফিজুর রহমান। সব ঠিক থাকলে তার সঙ্গে একই বিমানে চেপে আইপিএল খেলতে যেতে পারতেন তাসকিন আহমেদ। তবে টেস্ট স্কোয়াডে নাম থাকায় আইপিএলে সুযোগ পেয়েও ‘না’ বলে দিয়েছেন তাসকিন। এজন্য জাতীয় দলের সতীর্থকে সান্ত্বনা দেওয়া ছাড়া কিছুই বলার নেই মুস্তাফিজের।

দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের বিমান ধরার আগে সংবাদমাধ্যমেক মুস্তাফিজ বলেন, ‘আমাদের দলের (বাংলাদেশ) খেলা আছে। তাসকিন এখন আমাদের সেরা বোলার। এইজন্য এখন সান্ত্বনা দেওয়া ছাড়া আমার কোনো উপায় নেই।’

আইপিএলের নিয়মিত মুখ হয়ে উঠেছেন মুস্তাফিজ আর সাকিব আল হাসান। এবার মেগা নিলামে মুস্তাফিজ নাম লিখিয়েছেন দিল্লি ক্যাপিটালসে। তবে সুযোগ পাননি সাকিব। বাঁহাতি অলরাউন্ডার এইপিএলের এবারের আসরে না থাকায় বাংলাদেশ ক্রিকেট ভক্তদের চোখ যে মুস্তাফিজের ওপরেই থাকবে, সেটি বেশ ভালোই জানা আছে তার।

মুস্তাফিজ বলছিলেন, ‘আগে যেমন হতো যে আমি আর সাকিব ভাই খেললে বাংলাদেশের মানুষ দুইটা দলে ভাগ হয়ে যেত। এবার সবাই আমার দিকেই দেখবে, কারণ এবছর সাকিব ভাই সব সংস্করণে (জাতীয় দলে) আছেন এইজন্য সুযোগ পাননি।’

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.