আমরা কথা বলতে চাই, যুদ্ধ শেষ করতে চাই: ইউক্রেনের প্রেসিডেন্ট

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার জন্য প্রস্তুত তার দেশ, তবে বেলারুশে নয়। কারণ ইউক্রেনে হামলায় রাশিয়ার সঙ্গে মিনস্ক নিজেই জড়িত।

রোববার মস্কোর শান্তি আলোচনার প্রস্তাবের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানান জেলেনস্কি। খবর- রয়টার্সের

দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট টুইটবার্তায় জানিয়েছে, রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য বেলারুশের গোমেল শহরের পরিবর্তে পোলান্ডের ওয়ারশ, স্লোভাকিয়ার ব্রাতিস্লাভা, হাঙ্গেরির বুদাপেস্ট, তুরস্কের ইস্তাম্বুল কিংবা বাকুতে বৈঠকের পরামর্শ দিয়েছেন জেলেনস্কি।

এক ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, ‘আমরা কথা বলতে চাই, আমরা যুদ্ধ শেষ করতে চাই।’

এর আগে, ক্রেমলিন জানায় যে, তার প্রতিনিধি দল বেলারুশের গোমেল শহরে ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে প্রস্তুত এবং ইতোমধ্যে রাশিয়ার এক প্রতিনিধি দল গোমেলে পৌঁছেছে।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘রুশ প্রতিনিধি দলে সামরিক কর্মকর্তা ও কূটনীতিকরা আছেন। রুশ প্রতিনিধি দল আলোচনার জন্য প্রস্তুত। আমরা এখন ইউক্রেনীয়দের জন্য অপেক্ষা করছি।’

এদিকে, রবিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেছেন, ইউক্রেনের দুটি শহর খারসন ও বারদিয়ানস্ক অবরোধ করেছে রুশ সেনাবাহিনী। এছাড়া খারসনের কাছে হেনিচেস্ক ও চরনোবায়িভকা বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.