সাত ইউপিতে ভোট বৃহস্পতিবার

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের অষ্টম ধাপে দেশের পাঁচ জেলার সাত সাত ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি)।

ইউনিয়ন পরিষদগুলো হচ্ছে- ঢাকা জেলার কেরানীগঞ্জের তারানগর, গাজীপুর কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর এবং বরিশালের মেহেন্দিগঞ্জ ও নোয়াখালীর সুবর্ণচর উপজেলার দু’টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটিই বর্তমান কমিশনারের আমলে শেষ নির্বাচন।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন (ইসি) থেকে এ তথ্য জানা গেছে। জানা গেছে, মেহেন্দিগঞ্জের নির্বাচনে পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসারের পাশাপাশি মোতায়েন থাকবে কোস্টগার্ডও।

এর আগে সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাত্র ২৯টি ইউপিতে ভোট করে জিতেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা। ১১টি ইউনিয়নে নৌকার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

গত সোমবার সপ্তম ধাপে ১৩৮টিতে ইউনিয়নে ভোট হওয়ার কথা থাকলেও হয়েছে ১৩৬টিতে। সহিংসতার কারণে চারটি ইউনিয়ন পরিষদের ফল স্থগিত রয়েছে। বাকি ইউপির মধ্যে স্বতন্ত্রপ্রার্থীরা ৮৬টিতে জয়ী হয়েছেন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানিয়েছে ইসি।

এ ধাপে তিনটি ইউপিতে জাতীয় পার্টি ও একটিতে জাতীয় পার্টি (জেপি) প্রার্থীরা জিতেছেন। এ ছাড়া চারটি ইউপির ফলাফল স্থগিত রয়েছে।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.