বিপিএল থেকে ছিটকে গেলেন আল আমিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর থেকে ছিটকে গেছেন আল আমিন হোসেন। এই বিষয়টি নিশ্চিত করেছে তার ফ্র্যাঞ্চাইজি সিলেট সানরাইজার্স। এরই মধ্যে তার বদলি হিসেবে আলাউদ্দিন বাবুকে দলে নিয়েছে সিলেট। বদলি ক্রিকেটার হিসেবে তাকে দলের সঙ্গে যোগ দেয়ার অনুমতি দিয়েছে বিপিএলের গর্ভর্নিং কাউন্সিল।

আল আমিন সর্বশেষ বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) অনুশীলনের সময় পায়ে চোট পেয়েছিলেন। তাকে চার সপ্তাহের বিশ্রাম দিয়েছেন ফিজিও।

বিপিএলের এবারের আসরে সিলেট ২ ম্যাচ খেলে ফেললেও কোনোটিতেই খেলা হয়নি আল আমিনের। মূলত তার চোটের কারণেই অপেক্ষা করছিল দলটি। এবার জানা গেছে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন এই পেসার। আল আমিন সর্বশেষ খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)।

এই টুর্নামেন্ট ক্যান্ডি ওয়ারিয়র্সের হয়ে খেলেছিলেন এই টাইগার পেসার। ৬ ম্যাচ খেলে ৭ উইকেট দখল করেছিলেন তিনি। সেরা বোলিং পরিসংখ্যান ছিল ৩২ রানে ৩ উইকেট।

 

অর্থসূচক/এএইচআর

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.