চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ১০২৬

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১০২৬ জন। ২৬৫৫টি নমুনা পরীক্ষা করে এদের শনাক্ত করা হয়। তবে এই সময়ে করোনায় কোন মৃত্যুর ঘটনা ঘটেনি।

রোববার (২৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন দপ্তর থেকে প্রকাশিত করোনার সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৯টি পিসিআর ল্যাবে ২৬৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১০২৬ জনের করোনা শনাক্ত হয়। সংক্রমণের হার ৩৮ দশমিক ৬৪ শতাংশ। নতুন আক্রান্ত’র মধ্যে ৮২২ জন মহানগর এলাকার ও ২০৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এ নিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ১২৩ জন। করোনায় মোট মৃত্যুবরণ করেছে ১ হাজার ৩৪৩ জন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.