হার দিয়ে বিশ্বকাপ শুরু বিশ্বচ্যাম্পিয়নদের

যুব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সাত উইকেটে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টস জিতে আগে ব্যাটিং করে ইংল্যান্ড যুবাদের মাত্র ৯৮ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশের যুবারা। এই লক্ষ্য ২৫.১ ওভারেই অতিক্রম করে ইংলিশরা।

ব্যাটারদের ব্যর্থতায় অবশ্য মাত্র ৬০ রানে গুটিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল বাংলাদেশের যুবাদের। শেষ দিকে রিপন মন্ডল লড়াই করলে ৯৭ রান পর্যন্ত পৌঁছাতে পেরেছে তারা। ৩৩ রানে অপরাজিত ছিলেন রিপন।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ব্যাটিং করতে নেমে ইনিংসের পঞ্চম ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। জশুয়া বয়ডেনের অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন ৩ রান করা মাহফিজুল ইসলাম। থিতু হতে পারেনি আরেক ওপেনার আরিফুল ইসলাম এবং তিনে নামা প্রান্তিক নওরোজ নাবিল। ৪ রান করা আরিফুলকে বয়ডেন এবং নাবিলকে সাজঘরে পাঠিয়েছেন জেমস সেলস। আইচ মোল্লাহ থিতু হওয়ার চেষ্টা করলেও ১৩ রানের বেশি করতে পারেননি তিনি।

৫১ রানে ৯ উইকেট হারানো বাংলাদেশকে টেনে তুলেন রিপন এবং নাইমুর রহমান নয়ন। তাদের দুজনের জুটি থেকে এসেছে ৪৬ রান। শেষ দিকে ১১ রান করা নাইমুর আউট হলে ভাঙে তাদের এই জুটি। ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট নিয়েছেন বয়ডেন। লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের হয়ে দলীয় সর্বোচ্চ ৪৪ রান করেন জ্যাকব বেথেল। এছাড়া জেমস রিউ ২৬ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন রিপন ও রাকিবুল হাসান।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.