বিডিআর বিদ্রোহ মামলার কারাবন্দি আসামির মৃত্যু

বিডিআর বিদ্রোহ মামলার কারাবন্দি আসামি ওমর ফারুক (৭২) মারা গেছেন। তার বন্দি নম্বর (৯৫৩১/১৭)। বিদ্রোহের সময় তিনি হাবিলদার পদে কর্মরত ছিলেন।

বুধবার (১২ জানুয়ারি) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কারা হেফাজতে মারা যান তিনি। সিরাজগঞ্জ সদর উপজেলার গয়লা গ্রামের মৃত আব্দুল গফুর সরকারের ছেলে।

এ তথ্য নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।’

কারাসূত্র জানিয়েছে, তিনি বিডিআর বিদ্রোহ মামলায় কারাবন্দি ছিলেন। বেশকিছু দিন ধরে অসুস্থ ছিলেন। গত ৯ জানুয়ারি থেকে ঢামেক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.