ভিভো নয়, টাটা আইপিএল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরে টাইটেল স্পন্সরে পরিবর্তন আসছে। চাইনিজ মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ভিভোর পরিবর্তে আগামী আসরে দেখা যাবে ভারতীয় কোম্পানি টাটাকে।

মঙ্গলবার (১১ জানুয়ারী) আইপিএল গভর্নিং কাউন্সিলের এক সভায় টাইটেল স্পন্সর পরিবর্তনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল।

টুর্নামেন্টের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বলেন, ‘হ্যাঁ, আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে টাটা গ্রুপ আসছে।’

২০১৮ সালে পাঁচ বছরের জন্য আইপিএলের স্পন্সর কিনেছিল ভিভো। সেই চুক্তি অনুযায়ী আগামী আসরেও স্পন্সর হিসেবে ভিভোরই থাকার কথা ছিল। মূলত ভারত-চীন দ্বন্দের কারণেই এখানে পরিবর্তন এসেছে। গত আসরের স্পন্সর ছিল ড্রিম ইলেভেন। আগামী ২০২২ এবং ২০২৩ মৌসুমের জন্য আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সঙ্গে চুক্তি করেছে টাটা।

আইপিএলের এবারের আসরে আগের আট দলের সঙ্গে যুক্ত হয়েছে আরও দুটি নতুন দল। দশ দলের এই আসর মাঠে গড়ানোর আগে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে মেগা নিলাম।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.