গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন বাংলাদেশের তরুণ মুনতাকিম

হাতের স্পর্শ ছাড়া মাথার চারপাশে ফুটবল ঘুরানোকে গিনেস কর্তৃপক্ষের ভাষায় বলা হয় ‘অ্যারাউন্ড দ্য মুন ফুটবল কন্ট্রোল ট্রিকস ইন থার্টি সেকেন্ডস’। ৩০ সেকেন্ডে ২৭ বার এ কীর্তি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নিজের নাম তুলেছেন বাংলাদেশের চট্টগ্রামের তরুণ মুনতাকিম উল ইসলাম।

এর আগে এ রেকর্ডটি ছিলো ২৫ বার। এক বছর ধরে ফুটবল নিয়ে ফ্রিস্টাইলিং করছিলেন মুনতাকিম। আর গত ছয় মাসে দৈনিক দুই ঘন্টার চেষ্টায় মুনতাকিম এমন টাইমিং করতে পেরেছেন বলে জানিয়েছেন। তবে এখানেই না থেমে ফুটবল ফ্রিস্টাইলিংয়ের আরও বিভিন্ন শাখায় নিজের পাশাপাশি বাংলাদেশের নাম লেখাতে চান তিনি।

মুনতাকিমের বাবা শরিফুল ইসলাম মার্কেন্টাইল ব্যাংকের আগ্রাবাদ শাখায় কর্মরত আছেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.