‘আগ্নেয়াস্ত্রসহ ৪ রোহিঙ্গা’ আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির গহীন অরণ্যে অভিযান চালিয়ে চার রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি আটটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৭ ডিসেম্বর) ভোররাতে উপজেলার ঘুমধুমের তুমব্রুর গহীন অরণ্যে ওই রোহিঙ্গাদের অবস্থানের কথা জানতে পেরে অভিযান চালায় র‌্যাব। এ সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উখিয়া কুতুপালং ক্যাম্প-১, ব্লক-এ এর বাসিন্দা আশুক জামানের ছেলে মোহাম্মদ নূর (৩২), ইমাম হোসেনের ছেলে নাজিমুল্লাহ (৩৪), থাইংখালী ক্যাম্প-১৩, ব্লক-এফ এর বাসিন্দা ছৈয়দুল ইসলামের ছেলে মো. আমান উল্লাহ (২৩) ও আবদুর সবুরের ছেলে মো. খাইরুল আমিন (১৯)।

কক্সবাজার র‌্যাব-১৫-এর উপ-অধিনায়ক তানভীর হাসান বলছেন, সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চার রোহিঙ্গা আটকসহ মাটিতে পুতে রাখা দুটি বিদেশি পিস্তল, ছয়টি দেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.