নিউজিল্যান্ডে টেস্ট জিতব, আগে বললে অনেকে পাগল বলতো: মুমিনুল

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের জার্সির রঙ বদলায় তবে বদলায় না ম্যাচের ফলাফল। একরাশ হতাশার সঙ্গে হার। মাউন্ট মঙ্গানুই টেস্টের আগে কিউইদের মাটিতে বাংলাদেশের এটি নিয়মিত চিত্র। সাদা পোশাকের মতো রঙিন পোশাকেও বিবর্ণ বাংলাদেশ। তিন ফরম্যাটের কোনোটিতেই জয় ছিল না বাংলাদেশের।

মাউন্ট মঙ্গানুই টেস্টে সেই আক্ষেপ ঘুচিয়েছে টাইগাররা। ৮ উইকেটের জয়ের পর সংবাদ সম্মেলনে এসে মুমিনুল বলেন, ‘আসলে আমরা প্রথম ৫ দিন (মূলত চারদিন) কিন্তু ফলাফল নিয়ে ওইভাবে চিন্তা করিনি। টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে এসে আপনি আগেই যদি চিন্তা করেন আমরা টেস্ট ম্যাচ জিতবো। এটা আমি হয়তো বলতে পারিনি কিন্তু অনেকে আমাকে বলবে যে পাগল হয়ে গিয়েছে লোকটা। আমাদের দলের সবার মাঝে ছিল যে আমরা ভালো একটা প্রস্তুতি নেই, আমরা আমাদের প্রক্রিয়া অনুযায়ী খেলি। ব্যাটিংয়ে আমাদের লক্ষ্য ছিল আমরা লম্বা সময় ধরে ব্যাটিং করব। বোলিংয়ে আমাদের লক্ষ্য ছিল একটা জায়গা, একটি প্রক্রিয়ায় বল করব।’

চতুর্থ দিনের শেষ বিকেলে দুর্দান্ত এক স্পেল করেছিলেন এবাদত হোসেন। মাত্র ৭ বলের ব্যবধানে নিউজিল্যান্ডের তিন উইকেট তুলে নিয়েছিলেন ডানহাতি এই পেসার। এরপরই টেস্ট জয়ের স্বপ্ন দেখে বাংলাদেশ। পঞ্চম দিন মাত্র ২২ রান যোগ করতেই নিউজিল্যান্ড অল আউট হওয়ায় বাংলাদেশের জয় নিশ্চিত হন মুমিনুল।

তিনি বলেন, ‘কালকে যখন এবাদত যখন দ্রুত চারটি উইকেট তুলে নিলো, তখন আমাদের কাছে মনে হলো যে এই টেস্ট ম্যাচটা আমরা হয়তো জেতার দিকে যাচ্ছি। আজকে সকালে যখন অল আউট হলো, তখন আরও নিশ্চিত হয়েছি। আমাদের মধ্যে আগে থেকেই কোনো উত্তেজনা ছিল না। আমরা শান্ত থাকার চেষ্টা করেছি।’

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.