নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ লঞ্চঘাটে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় ১০ জন নিখোঁজ রয়েছেন।
বুধবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান,
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ট্রলারে ২০-২৫ জন ছিলেন। পারাপারের সময় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এ সময় ১৫ জন সাঁতরে পাড়ে উঠতে পারেন। খবর পেয়ে উদ্ধারকারী দল কাজ করছে। ১০ জন নিখোঁজ রয়েছে বলে স্থানীয়রা জানিয়ে।
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.