ইসলামী শরীয়াহ ভিত্তিক শাখা খোলার অনুমতি পেয়েছে বিডি ফিন্যান্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি ফিন্যান্স লিমিটেড বাংলাদেশ ব্যাংক থেকে ইসলামী শরীয়াহ ভিত্তিক শাখা খোলার অনুমতি পেয়েছে। নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে বিডি ফিন্যান্স প্রথম বাংলাদেশ ব্যাংক থেকে শরীয়াহ ভিত্তিক শাখা খোলার অনুমতি পেয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি প্রধান শাখা, বংশাল শাখা, উত্তরা শাখা, গাজীপুর শাখা, চট্টগ্রাম শাখা এবং যশোর শাখায় শরীয়াহ ভিত্তিক সেবা চালু করবে।

বাংলাদেশ ফাইন্যান্স পূর্বেই কোম্পানির নিবন্ধিত সংঘ-স্মারক সংশোধনপূর্বক ইসলামী শরি’আহ্ভিত্তিক অর্থায়ন ব্যবসা পরিচালনাকে কোম্পানির অন্যতম ব্যবসায়িক উদ্দেশ্য হিসেবে সংযুক্ত করেছে। পাশাপাশি কোম্পানির নিবন্ধিত সংঘ-বিধি সংশোধনপূর্বক একটি স্বতন্ত্র শরি’আহ্ সুপারভাইজরি কমিটি গঠন করেছে ও কমিটি পরিচালনার জন্য বোর্ড কর্তৃক উপধারা অনুমোদন করেছে। এছাড়া, ইসলামী শরি’আহভিত্তিক অর্থায়ন ব্যবসায় পরিচালনার জন্য প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে একটি পৃথক ইসলামী অর্থায়ন বিভাগ গঠন করেছে এবং ইসলামি ফাইন্যান্সিং এ নিযুক্ত জনবলকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করেছে।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.