একদিনে আরও ২৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানীর হাসপাতালে চারজন ও ঢাকার বাইরের হাসপাতালে ২৫ জন ভর্তি হন।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা ৬২ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৩০ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৩২ জন রোগী ভর্তি হন।

সোমবার (৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নতুন বছরে হাসপাতালে (১ জানুয়ারি থেকে ৩ জানুয়ারি পর্যন্ত) সর্বমোট ভর্তি হয়েছেন ৪৪ জন ডেঙ্গুরোগী। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১৮ জন।

এদিকে, গত বছর অর্থাৎ ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুতে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হন। তাদের মধ্যে মৃত্যুবরণ করেন ১০৫ জন। তবে, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.