১ বছরের ব্যবধানে বিও হিসাব কমেছে ৫ লাখের বেশি

বিদায়ী বছরে পুঁজিবাজারে সব কিছুতেই রেকর্ড থাকলেও নতুন করে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খোলার প্রবণতা কমেছে। ২০২১ সালে পুঁজিবাজারে ৫ লাখেরও বেশি বিও হিসাব কমেছে।

সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ২০২১ সালের ৩০ ডিসেম্বর পুঁজিবাজারে বিও হিসাব ছিল ২০ লাখ ৩৪ হাজার ৩৯৯টি। আর ২০২০ সালের ডিসেম্বর মাসের শেষ দিন বিও হিসাব  ২৫ লাখ ৫২ হাজার ১৬৮টি ছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে ৫ লাখ ১৭  হাজার ৭৬৯টি বিও হিসাব কমেছে।

২০২১ সালের শেষ দিন পুরুষদের বিও হিসাব ৩ লাখ ৬৬ হাজার ২৩৫টি কমে দাঁড়িয়েছে ১৫ লাখ ১১ হাজার ৭৩৪টিতে। ২০২০ সালের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১৮ লাখ ৭৭ হাজার ৯৬৯টিতে।

আর ২০২১ সালের শেষ দিনে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ১ লাখ ৫৩ হাজার ৪৯টি কমে পাঁচ লাখ ৭ হাজার ৩১৫টিতে দাঁড়িয়েছে। ২০২০ সালের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৬ লাখ ৬০ হাজার ৩৬৪টিতে।

২০২১ সালের শেষ দিন কোম্পানি বিও  হিসাব ১ হাজার ৫১৫টি বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৫০টি। কোম্পানি বিও ২০২০ সালের শেষ দিন ছিল ১৩  হাজার ৮৩৫টিতে।

২০২১ সালের ডিসেম্বর মাসে দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ৪ লাখ ৪৯ হাজার ৩৫৮টি বিও হিসাব কমেছে। এর মাধ্যমে ডিসেম্ববর মাসের শেষ দিন দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৯ লাখ ৩২ হাজার ৬৮৮টিতে। যা ২০২০ সালের ডিসেম্বর মাসের শেষ দিন ছিল ২৩ লাখ ৮২ হাজার ৮৬টিতে।

২০২১ সালের ডিসেম্বর মাসে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ৬৯ হাজার ৪৯৮টি বিও হিসাব কমে দাঁড়িয়েছে ৮৬ হাজার ৩৬১টিতে। ২০২০ সালের ডিসেম্বর মাসের শেষ দিন বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১ লাখ ৫৫ হাজার ৮৫৯টিতে।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.