প্রোটিয়াদের হেসেখেলে হারালো ভারত

সেঞ্চুরিয়ন টেস্টে চতুর্থ দিনই জয়ের আভাস পাচ্ছিল ভারত। ম্যাচ জিততে শেষদিনে মাত্র ছয় উইকেট প্রয়োজন ছিল বিরাট কোহলিদের। সেটা সহজেই নিতে পেরেছেন মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজরা। ভারতের ছুঁড়ে দেয়া ৩০৫ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে ১৯১ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা।

৯৪ রানে চার উইকেট হারানো প্রোটিয়ারা পাঁচ নম্বর উইকেট হারিয়েছে ১৩০ রানে। অধিনায়ক ডিন এলগার ফিরে যান ৭৭ রান করে। তাকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন জসপ্রিত বুমরাহ। বাকি কাজটা খুব সহজেই সেরেছেন সিরাজ-শামিরা। কুইন্টন ডি কক ব্যক্তিগত ২১ রানে সিরাজের বলে বোল্ড হয়ে ফিরে যান। ১৩ রান করেন মার্কো ইয়ানসেন। শেষ পর্যন্ত ৩৫ রানে অপরাজিত ছিলেন টেম্বা বাভুমা।

ভারতের হয়ে তিন করে উইকেট নিয়েছেন বুমরাহ ও শামি। দুটি করে উইকেট নিয়েছেন সিরাজ ও রবিচন্দ্রন অশ্বিন। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো ভারত। প্রথম ইনিংসে লোকেশ রাহুলের ১২৩ রানের কল্যাণে ৩২৭ রান করেছিল ভারত। গুরুত্বপূর্ণ লিডও এসেছে রাহুলের সেঞ্চুরির কারণে। এই ম্যাচে তাই শামি ৮ উইকেট নিলেও ম্যাচ সেরা হয়েছেন রাহুল।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.