দেশে প্রথমবারের মতো সুকুক বন্ডের যাত্রা

বিদায়ী বছর ২০২১ সালে দেশে প্রথমবারের তো একটি সুকুক বন্ডের যাত্রা শুরু হয়। দেশের প্রধান শিল্প প্রতিষ্ঠান বেক্সিমকো পুঁজিবাজারে গ্রীণ সুকুকের যাত্রা শুরু করে। বেক্সিমকো গ্রীণ সুকুকের মাধ্যমে পুঁজিবাজার থেকে ৪২৫ কোটি ৭ লাখ ৯৫ হাজার টাকা সংগ্রহ করে।

এছাড়াও ৪টি প্রতিষ্ঠান বন্ড ইস্যুর মাধ্যমে ২০০ কোটি টাকা মূলধন সংগ্রহ করে

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বন্ডগুলো হচ্ছে-

প্রিমিয়ার ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড পাবলিক ইস্যুর মাধ্যমে ২০ কোটি টাকা এবং প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ১৮০ কোটি টাকা সংগ্রহ করে।

আইবিবিএল সেকেন্ড পারপেচ্যুয়াল মুদরাবা বন্ড পাবলিক ইস্যুর মাধ্যমে ৮০ কোটি টাকা এবং প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৭২০ কোটি টাকা সংগ্রহ করে।

শাহজালাল ইসলামী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড ইস্যুর মাধ্যমে ৫০ কোটি টাকা এবং প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৪৫০ কোটি টাকা সংগ্রহ করে।

এছাড়া এআইবিএল মুদরাবা পারপেচ্যুয়াল বন্ডও পাবলিক ইস্যুর মাধ্যমে মাধ্যমে ৫০ কোটি টাকা এবং প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৪৫০ কোটি টাকা সংগ্রহ করে।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.