ব্লক মার্কেটে ৮৪ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৪৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ১২ লাখ  ৮৯ হাজার ৬৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৮৪ কোটি ৬৪ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১৯ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সোনালী পেপারের ১৪ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা এনভয় টেক্সটাইলের ১০ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা নেটওয়ার্কস, আলিফ ইন্ডাস্ট্রিজ, এএমসিএল প্রাণ, আনোয়ার গ্যালভানাইজিং, এশিয়া ইন্স্যুরেন্স, বিকন ফার্মা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ব্রাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক, সি অ্যান্ড এ টেক্সটাইল, ড্যাফোডিল কম্পিউটার্স, ইস্টার্ন লুব্রিকেন্টস, ইস্টার্ন ব্যাংক, এনভয় টেক্সটাইল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, গোল্ডেন সন, গ্রামীণফোন, ইনডেক্স অ্যাগ্রো, যমুনা ব্যাংক, কেডিএস অ্যাক্সেসরিজ, খুলনা পাওয়ার, কাট্টালি টেক্সটাইল, লংকাবাংলা ফিন্যান্স, লাফার্জহোলসিম, ম্যাকসন্স স্পিনিং, নাহি অ্যালুমিনিয়াম, নিউ লাইন ক্লোথিংস, ওয়ান ব্যাংক, ওরিয়ন ফার্মা, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, প্রিমিয়ার সিমেন্ট, প্রাইম ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, আরডি ফুড, সাইফ পাওয়ারটেক, শাহজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.