সেঞ্চুরিয়নে জয়ের আভাস পাচ্ছে ভারত

পেসারদের নৈপুণ্যে সেঞ্চুরিয়ন টেস্টে জয়ের সুবাস পাচ্ছে ভারত। ম্যাচ জিততে শেষদিনে তাদের তুলে নিয়ে হবে ছয় উইকেট, অপরদিকে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন আরও ২১১ রান। প্রথম ইনিংসে ৩২৭ রান করা ভারত দ্বিতীয় ইনিংসে করেছে ১৭৪ রান। মোট ৩০৫ রানের লক্ষ্যে খেলতে নামা প্রোটিয়ারা চার উইকেট হারিয়ে তুলেছে ৯৪ রান।

বড় রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই মোহাম্মদ শামির বলে বোল্ড হন এইডেন মার্করাম (১)। কিগান পিটারসেনও সুবিধা করতে পারেননি। ১৭ রান করে মোহাম্মদ সিরাজের বলে ফিরে যান তিনি। এরপরের দুটি উইকেট নেন জসপ্রিত বুমরাহ। র‍্যাসি ভ্যান ডার ডুসেনকে ১১ ও নাইটওয়াচম্যান কেশভ মহারাজকে ৮ রানে বোল্ড করে ফেরান তিনি। উইকেটে আছেন অধিনায়ক ডিন এলগার। ৫২ রান নিয়ে দিন শুরু করবেন তিনি।

এর আগে ভারতের দ্বিতীয় ইনিংসে উল্লেখযোগ্য রান সংগ্রহ করতে পারেননি কোনও ব্যাটার। সর্বোচ্চ ৩৪ রান আসে ঋষভ পান্তের ব্যাটে। এছাড়া লোকেশ রাহুল ২৩, আজিঙ্কা রাহানে ২০, বিরাট কোহলি ১৮ রান করেন। দক্ষিণ আফ্রিকার বোলাররা এদিন অতিরিক্ত ২৭ রান দিয়েছেন।

পেসারদের মধ্যে কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন চারটি করে উইকেট নেন। দুটি উইকেট নেন লুঙ্গি এনগিদি। প্রথম ইনিংসে ১৯৭ রানে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা।

 

অর্থসূচক/এএইচআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.