মালদ্বীপকে ১৩টি সামরিক যান দিচ্ছে বাংলাদেশ

মালদ্বীপকে ১৩টি সামরিক যান সে দেশকে উপহার দিচ্ছে বাংলাদেশ। দ্বীপ দেশটির সঙ্গে মিলিটারি ডিপ্লোম্যাসির অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন মালদ্বীপ সফরের সময়ে এই যানগুলো হস্তান্তর করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার (২২ ডিসেম্বর) মালের উদ্দেশে রওনা হবেন এবং ২৪ ডিসেম্বর ঢাকা ফিরবেন।

রবিবার (১৯ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, ‘মালদ্বীপের প্রতিরক্ষা দফতরের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রদেয় ১৩টি সেনাযান বন্ধুত্বের নিদর্শন হিসেবে মালদ্বীপের প্রতিরক্ষা দফতরের কাছে হস্তান্তর করা হবে।’

এ বিষয়ে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক এটিএম রকিবুল হক বলেন, ‘মালদ্বীপের তরফ থেকে একটি অনুরোধ ছিল এবং এরপর আমাদের এখানে সিদ্ধান্ত হয়েছিল যে তাদের ১৩টি যান আমরা উপহার হিসেবে দেবো। এই উপহার প্রধানমন্ত্রীর সফরের সময়ে তার উপস্থিতিতে হস্তান্তর করা হবে।’

যানগুলো ডিসেম্বরের ২ ও ১২ তারিখে মালদ্বীপে পৌঁছেছে জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের আর্মড ফোর্সেস ডিভিশন বিষয়টি দেখছে এবং মালদ্বীপের অনুরোধের পরিপ্রেক্ষিতে গাড়িগুলো তারা নির্বাচন করেছে। নির্বাচনের পরে আমরা মালদ্বীপ সরকারকে বিষয়টি জানাই এবং তখন তারা এটি নিতে আগ্রহ প্রকাশ করে।’

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.