রানার মুক্তির মঞ্চ

বিজয়ের ৫০ বছর পূর্তি ও মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে  শুক্রবার(১৭ ডিসেম্বর) রানার গ্রুপ আয়োজন করলো ’মুক্তির মঞ্চ। ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে দেশের ২৬ টি জেলয় দেশের গান নিয়ে এই অনুষ্ঠানটির সমাপনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় হাতিরঝিলের এম্ফিথিয়েটারে।

বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী গোষ্ঠী  ৭১ এর গান গেয়ে শরণার্থী ও মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করেছেন, তারই আদলে অনুষ্ঠিত হয় রানার গ্রূপের এই আয়োজন। অনুষ্ঠানে কণ্ঠশিল্পী ও গুণীজন সম্বর্ধনা প্রদানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  নৌ প্রতিমন্ত্রী  খালেদ মাহমুদ চৌধুরী, রানার গ্রুপ এরচেয়ারম্যান  হাফিজুর রহমান খান, এমডি ও সিইও  রিয়াজুল হক চৌধুরী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে কবি নির্মলেন্দু গুন্, কণ্ঠশিল্পী শাহীন সামাদ ও কণ্ঠশিল্পী মো. মনোয়ার হোসেন খান কে সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানিত করা হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.