মুরাদ হাসানের বিরুদ্ধে কুমিল্লায় মামলার আবেদন

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে এবার কুমিল্লার আদালতে মামলার আবেদন করা হয়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মামলার আবেদন করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পেক্ষে সিনিয়র উপদেষ্টা অ্যাডভোকেট আতিকুল ইসলাম। আমলি আদালত-১ এর বিচারক মাজহারুল ইসলাম মামলাটি আমলে নিয়েছেন।

ফোরামের সভাপতি অ্যাডভোকেট তাইমুল হক রিংকু জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় মুরাদ হাসান ও হেলাল নাহিদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। তিনটি ধারায় মামলার আবেদন করেছি।

এর আগে রবিবার সকালে জাইমা রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও নাহিদের বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে মামলার আবেদন করা হয়। জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হক বাদী হয়ে সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুর রহিমের আদালতে মামলার আবেদন করেন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.