স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ব্যস্ত ফুল ব্যবসায়ীরা

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ব্যস্ত সময় পার করছে রাজধানীর শাহাবাগের ফুল ব্যবসায়ীরা। যদিও করোনা ভাইরাস মহামারির সময়ে এই ফুল মার্কেট অনেকটা নিষ্প্রাণ হয়ে ওঠেছিল। তবে এবার বিজয় দিবসকে ঘিরে আবারও জমজমাট হয়ে উঠেছে। তাতে হাসিও ফুটেছে দোকানিদের মুখে।

বুধবার (১৬ ডিসেম্বর) শাহাবাগ ফুলের বাজারে গিয়ে দেখা যায়, দোকানগুলোতে বেশ ভিড় জমেছে। দোকান মালিকরাও ব্যস্ত। কর্মচারীরা ফুলের তোড়া বানাতে ব্যস্ত। যে যেভাবে ফুলের তোড়া চান তাকে সেভাবেই বানিয়ে দেওয়া হচ্ছে। কেউ তৈরি ফুলের তোড়া কিনছে। গাঁদা, গোলাপ, রজনীগন্ধাসহ বিভিন্ন ফুল দিয়ে তৈরি হচ্ছে ফুলের তোড়া।

শাহবাগের ফুল ব্যবসায়ী রাতুল বলেন, ‘ফুল কিনি বেশি দামে। তবে তেমন বেশি দামে বিক্রি করতে পারি না। অন্য সময় ২৬ ইঞ্চি ফুলের ডালার দাম এক হাজার টাকা থেকে এক হাজার ২০০ টাকা থাকে। এখন এক হাজার টাকা দাম বললে ক্রেতারা বেশি মনে করছে। আসলে কাঁচামাল কিনতেই ব্যয় হয় বেশি। ৮০০ টাকা থেকে পাঁচ হাজার টাকা দামের ফুলের ঢালা আছে। তবে এক হাজার টাকা দামের ঢালাগুলোই বেশি বিক্রি হয়।’

তবে ফুলের ক্রেতা সাকিব বলেন, ‘আমি এক সপ্তাহ আগে একটি শ্রদ্ধাঞ্জলির ডালা অর্ডার করেছিলাম ৮০০ টাকায়। এখন এটি এক হাজার টাকায় বিক্রি হচ্ছে। ফুলের দাম অনেক বেড়েছে।’

ফুলের পাইকারি ব্যবসায়ী নূর ইসলাম বলেন, ‘এবার দেশের রাজনৈতিক অবস্থা ভালো হওয়ায় উৎসব অনুষ্ঠান ভালোভাবে পালিত হচ্ছে। এতে ফুলের চাহিদা বেশি বেড়েছে। এ মাসের শুরুতে ফুলের যে দাম ছিল, এখন তার চেয়ে অনেকটা বেড়েছে।’

পাইকারি ব্যবসায়ী ও শাহবাগ ফুল ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি বিল্লাল হোসেন বলেন, ‘ফুলের দাম মূলত উৎসবের ওপর নির্ভর করে। যেমন- বিজয় দিবস, ভালোবাসা দিবসে, একুশে ফেব্রুয়ারিতে চাহিদা বাড়ে। উৎসবে ফুলের চাহিদা ও দাম বাড়লেও খুচরা ব্যবসায়ীদের তুলনামূলক লাভ কমেছে। এসব দিবসে মহল্লায় মহল্লায় অনেকেই ফুল বিক্রি করেন। এতে খুচরা বিক্রির দোকান ও ফুলের বাজারে চাহিদা সেভাবে বাড়েনি।’

উল্লেখ্য, শাহবাগের ফুলের আড়তকে রাজধানীর সবচেয়ে বড় বাজার ধরা হয়। এখানে ৫২টি পাইকারি ও শতাধিক খুচরা ফুলের দোকান রয়েছে। শাহবাগে ফুলের বাজারে রজনীগন্ধা, গাঁদা, জারবেরা, কেলোনজরা, চন্দ্রমল্লিকা, লাল ও সাদা গোলাপ, ভুট্টা, বেলি, কামিনী, সূর্যমুখী, ডায়মন্ড, গরম ফেনিয়া, রতপুসুটি, টুনটুনি, জিপসি, স্টারকলি, ডালিয়াসহ বিভিন্ন ধরনের ফুল বিক্রি হয়। এদিকে শাহবাগে আজ মানভেদে প্রতি হাজার গাঁদা ফুল ৩৫০ থেকে ৪০০ টাকা, প্রতিটি গোলাপ ১৫ থেকে ২০ টাকা ও প্রতিটি গ্লাডিওলাস ১২-১৫ টাকায় পাইকারি হিসেবে বিক্রি হয়।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.