এইচএসসি পরীক্ষার্থীদের ৯টার মধ্যে কেন্দ্রে থাকার অনুরোধ

এইচএসসি পরীক্ষার্থীদের আগামীকাল বুধবার (১৫ ডিসেম্বর) হাতে সময় নিয়ে আগেভাগে রওনা হয়ে সকাল ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকালে সংস্থাটি এ সংক্রান্ত বার্তা পাঠিয়েছে গণমাধ্যমে। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ঢাকা সফর উপলক্ষে রাজধানীতে বিভিন্ন সড়কে যানচলাচল নিয়ন্ত্রিত থাকবে বলেও জানায় ডিএমপি। তাই পরীক্ষা সকাল ১০টায় শুরুর কথা থাকলেও সকলকে সকাল ৯টার মধ্যে কেন্দ্রে থাকার অনুরোধ জানিয়েছে পুলিশ।

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের আমন্ত্রণে আগামীকাল (১৫ ডিসেম্বর) ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষের সমাপনী দিন উদযাপন এবং বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে তিন দিনের এই রাষ্ট্রীয় সফর করবেন তিনি। তার সহধর্মিণী ও কন্যা, ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী, দুই জন সংসদ সদস্য, পররাষ্ট্র সচিবসহ বিভিন্ন দফতরের উচ্চপদস্থ কর্মকর্তারা তার সঙ্গী হিসেবে যোগ দেবেন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.