পাকিস্তানে করোনা আক্রান্ত ৩ ক্রিকেটার

পাকিস্তান সফরের ওয়েস্ট ইন্ডিজ দলে করোনা হানা দিয়েছে। করোনা আক্রান্ত হয়েছেন দলটির তিন ক্রিকেটার শেলডন কটরেল, রস্টন চেইজ ও কাইল মায়ার্স। এ কারণে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেছেন তারা। এই তিন ক্রিকেটার ছাড়াও দলটির ম্যানেজমেন্টের এক নন-কোচিং সদস্য করোনা আক্রান্ত হয়েছেন।

এক বিবৃতির মাধ্যমে এমনটা নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। পাকিস্তানে পৌঁছানোর পর করোনা টেস্ট করা হলে সেখানেই পজিটিভ ধরা পড়েন এই চার ক্যারিবিয়ান। যদিও তাদের সবারই করোনা ভাইরাসের টিকা নেওয়া আছে এবং বড় ধরনের কোনও উপসর্গও দেখা যাচ্ছে না তাদের মাঝে।

বাকি দল থেকে ইতোমধ্যেই আলাদা হয়ে গেছেন এই চার জন। আগামী ১০ দিন পুরোপুরি আইসোলেশনে থাকতে হবে তাদের। এরপর পুনরায় করোনা টেস্ট করিয়ে ফলাফল নেগেটিভ আসলে দলের সঙ্গে যোগ দিতে পারবেন তারা। এই সিরিজে ইতোমধ্যেই পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। চোট থেকে সেরে না ওঠার কারণে দলে নেই নিয়মিত অধিনায়ক কাইরন পোলার্ড। এছাড়াও আন্দ্রে রাসেল, এভিন লুইস, লেন্ডল সিমন্স ও শিমরন হেটমায়াররা ব্যক্তিগত কারণে এই সিরিজ খেলছেন না।

বিশ্রামে আছেন দলটির অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডারও। আগামী সোমবার (১৩ ডিসেম্বর) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে। এরপর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.