প্রান্তিকের সেঞ্চুরিতে তিনশ পার যুবাদের

প্রান্তিক নওরোজ নাবিলের অসাধারণ এক সেঞ্চুরিতে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের বিপক্ষে ৩০৫ রানের বিশাল সংগ্রহ গড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কলকাতার ইডেন গার্ডেন্সে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় যুবারা।

দলীয় ৩০ রানেই অবশ্য ওপেনার মাহফিজুল ইসলামকে হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরপর লড়াই চালিয়ে যান ইফতেখার আহমেদ ও প্রান্তিক নওরোজ নাবিল। দ্বিতীয় উইকেট জুটিতে দুজন তোলেন ৯৫ রান। ৭৫ বলে ৫৭ রান ফিরে যান ইফতেখার ফিরে গেলেও প্রান্তিক এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন। ১০৮ বলের এই ইনিংসে ছিল ১৪টি চারের মার। এরপর দলটির হয়ে হাল ধরেন এস এম মেহরাব হোসেন।

৪৮ বলে ছয়টি চার ও দুটি ছক্কা হাঁকিয়ে ৭০* অসাধারণ একটি ইনিংস খেলেন তিনি। শেষদিকে তার এই ইনিংসের কল্যাণে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৫ রান তোলে সফরকারী দল। ভারতের বোলারদের মধ্যে কৌশাল তাম্বে দুটি উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট নেন পিএম সিং রাঠোর, আয়ুশ সিং ঠাকুর ও অনেশ্বর গৌতম।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.