জেমসের মামলায় বাংলালিংকের সিইওসহ ৪ কর্মকর্তার জামিন

কপি রাইট আইন লঙ্ঘনের অভিযোগ এনে জনপ্রিয় ব্যান্ড তারকা ফারুক মাহফুজ আনাম জেমসের দায়ের করা মামলায় আত্মসমর্পন করে জামিন নিয়েছেন বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অ্যাসসহ শীর্ষ স্থানীয় ৪ কর্মকর্তা।

মঙ্গলবার (৩০ নভেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ ৪ জনের আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত জামিন মঞ্জুর করে আদেশ দেন।

বাকি ৩ জন হলেন- চিফ কমপ্লায়েন্স অফিসার এম নুরুল আলম, চিফ করপোরেট রেগুলেটরি অফিসার তৈমুর রহমান এবং হেড অব ভ্যাস অনিক ধর। আরেক অভিযুক্ত চিফ ডিজিটাল অফিসার সঞ্জয় ভাঘাসি এদিন আদালতে উপস্থিত হননি।

কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ এনে গত ১০ নভেম্বর জেমস আদালতে হাজির হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই দিন আদালত অভিযোগ আমলে নিয়ে অভিযুক্তদের আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছিলেন।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, বাংলালিংক অনুমতি ছাড়াই কলার টিউন, ওয়েলকাম টিউন ও বিজ্ঞাপনে জেমসের অনেক গান ব্যবহার করেছে।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.