ভালো শুরু করেও ব্যর্থ শামীম

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়েছে বাংলাদেশ। অভিষিক্ত শাহনেওয়াজ ধাওয়ানির বলে বোল্ড হয়ে যান এই বাঁহাতি ব্যাটার। আউট হবার আগে ১ চারের সাহায্যে তিনি করেছেন ৫ বলে ৫ রান।

শান্তর ওপেনিং সঙ্গী হিসেবে নামা মোহাম্মদ নাইম ৬ বলে ৩ রানে অপরাজিত আছেন। আর তিন নম্বরে নেমে ৬ বলে ৫ রানে অপরাজিত আছেন শামীম হোসেন। ৩ ওভার শেষে বাংলাদেশের রান ১ উইকেটে ১৪।

প্রথম উইকেট পড়ে যাবার পর তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামেন শামীম হোসেন। আগের দুই ম্যাচ না খেলায় এটাই তার এই সিরিজে প্রথম ম্যাচে। ব্যাটিং করতে নেমেই শাহনেওয়াজ ধাওয়ানিকে চার মেরে শুরু করেন। এরপর হাঁকান আরো ৩টি চার। তার এই ধরণের ব্যাটিংয়ের কারণেই পাওয়ার প্লেতে ৩৩ রান আসে। কিন্তু উসমান কাদিরের বল উড়িয়ে মারতে গিয়ে মিড উইকেটে ক্যাচ আউটের শিকার হন এই বাঁহাতি। তার আগে অবশ্য করেছেন ২৩ বলে ২২ রান।

এদিকে আজকে একাদশে এসেছে তিনটি পরিবর্তন। অভিষেক ঘটেছে পেসার শহীদুল ইসলামের। এছাড়া দলে ঢুকেছেন শামীম হোসেন এবং নাসুম আহমেদ। মুস্তাফিজুর রহমানের সঙ্গে একাদশে নেই সাইফ হাসান এবং শরিফুল ইসলাম।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.