ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন

পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। আগেই সিরিজ হারায় এই ম্যাচটি আনুষ্ঠানিকতা। আগের দুই ম্যাচের মতো এই ম্যাচেও টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

একাদশে এসেছে তিনটি পরিবর্তন। অভিষেক ঘটেছে পেসার শহীদুল ইসলামের। এছাড়া দরে ঢুকেছেন শামীম হোসেন এবং নাসুম আহমেদ। মুস্তাফিজুর রহমানের সঙ্গে একাদশে নেই সাইফ হাসান এবং শরিফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাইম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, মাহেদি হাসান, মোস্তাফিজুর রহমান, আমিনুল ইসলাম বিপ্লব, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), হায়দার আলি, ফখর জামান, শোয়েব মালিক, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.