কিউইদের হোয়াইটওয়াশ করলো ভারত

কলকাতায় সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৭৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। তাতে ঘরের মাঠে কিউইদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে রোহিত শর্মার দল।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৮৪ রান তোলে ভারত। জবাবে। ১৭.২ ওভারে মাত্র ১১১ রানেই গুঁটিয়ে যায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালিস্টরা।

দলটির হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন ওপেনার মার্টিন গাপটিল। টিম সেইফার্ট করেন ১৭ রান। শেষদিকে লকি ফার্গুসন করেন ১৪ রান। তাছাড়া দুই অঙ্ক ছোঁয়া হয়নি কারোরই। ভারতের হয়ে মাত্র নয় রান খরচায় তিন উইকেট নেন অক্ষর প্যাটেল। হার্শাল প্যাটেল নেন দুই উইকেট।

আগেই সিরিজ জয় নিশ্চিত হওয়ায় এই ম্যাচের একাদশে খানিকটা পরিবর্তন এনেছে ভারত। এদিন দলটির হয়ে খেলেননি নিয়মিত ওপেনার লোকেশ রাহুল। তাঁর জায়গায় সুযোগ পাওয়া ইশান কিশান ২১ বলে ২৯ রান করেন।

আরেক ওপেনার রোহিত করেন ৩১ বলে ৫৬ রান। এছাড়া শ্রেয়াশ আইয়ার ২০ বলে ২৫, ভেঙ্কটেস আইয়ার ১৫ বলে ২০, হার্শাল প্যাটেল ১১ বলে ১৮ ও দীপক চাহার ৮ বলে ২১* রানের ক্যামিও খেলেন। কিউইদের হয়ে ২৭ রান খরচায় তিন উইকেট নেন টিম সাউদির পরিবর্তে এই ম্যাচে অধিনায়কত্ব করা মিচেল সান্টনার। একটি করে উইকেট পেয়েছেন ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনে, ফার্গুসন ও ইস সোধি।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.