বাংলাদেশে সেরাম টিকা পাঠাবে ২৩ নভেম্বর

ভারতের সেরাম ইনস্টিটিউট আগামী ২৩ নভেম্বর থেকে বাংলাদেশ ও নেপালসহ মোট ৪টি দেশে টিকা সরবরাহ শুরু করবে। কোভ্যাক্স প্রোগ্রামের আওতায় সেরাম ওই তারিখ থেকে কোভিশিল্ড টিকা সরবরাহ শুরু করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অপর ২টি দেশ হলো-তাজিকিস্তান ও মোজাম্বিক। নেপাল ২৪ নভেম্বর কোভিশিল্ডের প্রথম চালান পাবে বলে সূত্র জানায়।

ভারত সরকার অক্টোবর মাসে সেরামকে ‘ভ্যাকসিন মৈত্রী’ প্রোগ্রামের অধীনে বাংলাদেশ, নেপাল ও মায়ানমারে ১০ লাখ ডোজ করে কোভিশিল্ড রপ্তানির অনুমতি দিয়েছে।

সেরামের একজন সিনিয়র কর্মকর্তা সম্প্রতি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছে যে, তাদের স্টকে বর্তমানে ২৪ কোটি ৮৯ লাখ ১৫ হাজার ডোজ কোভিশিল্ড টিকা আছে এবং স্টক দিন দিন বাড়ছে। দেশে এবং বিশ্বব্যাপী সরবরাহের প্রতিশ্রুতি পূরণ করতে, আমাদের উত্পাদন, কোল্ড চেইন স্পেস ব্যবস্থা এবং মানবসম্পদের বিষয়ে আগে থেকেই পরিকল্পনা করতে হবে।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.