ঢাবির গার্হস্থ্য অর্থনীতির ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘গার্হস্থ্য অর্থনীতি’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু হয়েছে।

রোববার (২১ নভেম্বর) থেকে ১ হাজার টাকা ফি দিয়ে জীববিজ্ঞান অনুষদের ডিন অফিসে অনুত্তীর্ণরা পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত।

একইসঙ্গে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের আজ থেকে ২৮ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম জীববিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে। এছাড়া, ভর্তি হতে আগ্রহী পাসকৃত সব ছাত্রীকে আগামী ২৩ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে কলেজ এবং বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

এর আগে গত ১৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ২ হাজার ৬৫৫ আসনের বিপরীতে অংশগ্রহণ করেন ৫ হাজার ৫৪৫ জন। পাস করেছেন ৪ হাজার ৪৯৫ জন শিক্ষার্থী।

 

অর্থসূচক/এএইচআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.