শুরুতেই ২ উইকেট নেই বাংলাদেশের

প্রথম ম্যাচে খুব কাছে গিয়ে হেরেছিল বাংলাদেশ। তাতে সিরিজে ১-০ তে পিছিয়ে থেকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে টাইগাররা। এদিনও টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

যদিও ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশের। ইনিংসের প্রথম দুই ওভারে সাজঘরে ফিরেছেন দুই ওপেনার নাইম শেখ ও সাইফ হাসান।

এদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। এদিকে প্রথম ম্যাচে সেরা খেলোয়াড় হওয়া হাসান আলীর জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন পেসার শাহিন শাহ আফ্রিদি।

বাংলাদেশ- নাইম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

পাকিস্তান- বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি ও শোয়েব মালিক।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.