টি-টেন থেকে ছিটকে গেলেন আমির

এবারের টি-টেন লিগে খেলা হচ্ছে না মোহাম্মদ আমিরের। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় আসর থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন পাকিস্তানি এই পেসার।

টি-টেনের এবারের আসরে না খেলার তথ্য নিশ্চিত করে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) টুইট করেছেন তিনি। করোনা পজিটিভ হলেও শারিরিকভাবে সুস্থ তিনি, এমনটাও জানিয়েছেন।

আমির টুইটারে লেখেন, ‘সবার উদ্দেশ্যে বলতে চাই, এই বছরের টি-টেন লিগে আমি খেলছি না। কারণ আমি কোভিডে আক্রান্ত হয়েছিলাম তবে এখন আলহামদুলিল্লাহ ভালো আছি।’

টি-টেনের এবারের আসরে বাংলা টাইগার্সের হয়ে খেলার কথা ছিল আমিরের। তাঁর অনুপস্থিতি নিশ্চিতভাবেই টের পাবেন অধিনায়ক ফাফ ডু প্লেসি। যদিও এই দলে জেমস ফকনার, আন্দ্রে ফ্লেচার ও হজরতউল্লাহ জাজাইয়ের মতো তারকা ক্রিকেটাররা আছেন।

চলতি বছরের ১৯ নভেম্বরে শুরু হচ্ছে টি-টেন লিগের পঞ্চম আসর। জনপ্রিয় এই ফ্র‍্যাঞ্চাইজি টুর্নামেন্টের এবারের আসরে অংশ নিচ্ছে মোট ছয়টি দল। যেখানে ১৫ দিনে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৩৫টি। টি-টেন লিগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। গ্রুপ পর্বে প্রত্যেকটি দল নিজেদের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.