সান লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আয় কমেছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান সান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৩০ সেপ্টেম্বর,২০২১ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির প্রিমিয়াম আয় কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, চলতি বছরে প্রথম ৩ মাসে কোম্পানিটি ৬ কোটি ৫৫ লাখ টাকার প্রিমিয়াম আহরণ করেছে, যা আগের বছর একই সময়ে ছিল  ৬১ লাখ ৩০ হাজার টাকা।

বছরের ৯ মাসে কোম্পানির কনসুলেটেড প্রিমিয়াম আয় কমেছে ১২ কোটি ৫৬ লাখ টাকার। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১৬৯  কোটি ৮৭ লাখ টাকা।

আগের বছর একই সময় কোম্পানিটি ১০ কোটি ২০ লাখ টাকা প্রিমিয়াম আয় করেছিল এবং লাইফ ফান্ডের পরিমাণ ছিল  ১৮১ কোটি ৯৩ লাখ টাকার।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.