স্থিতিশীলতা ফান্ড থেকে ১০০ কোটি টাকা পাচ্ছে আইসিবি

পুঁজিবাজারে তারল্য প্রবাহ বাড়াতে রাষ্ট্রীয় মালিকানার বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) কে নতুন তহবিল দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটিকে পুঁজিবাজার স্থিতিশীলতা ফান্ড থেকে ১০০ কোটি টাকা দেওয়া হবে।

আজ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ৭৯৯তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, একই কমিশন সভায় সিদ্ধান্ত হয়েছে, স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট এর ব্যবস্থাপনা ‘সুবর্ণ জয়ন্তী ফান্ড’ নামে একটি মিউচুয়াল ফান্ড গঠন করা হবে। এটি হবে একটি মেয়াদী ফান্ড, যার মেয়াদ হবে ১০ বছর। ফান্ডটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে।

সুবর্ণ জয়ন্তী ফান্ড এর স্পন্সর হবে পুঁজিবাজার স্থিতিশীলতা ফান্ড। সুবর্ণ জয়ন্তী ফান্ডে স্পন্সর হিসেবে স্থিতিশীলতা ফান্ড ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.