শিশুদের জন্য বিনিয়োগ বাড়াতে বললেন শাকিব খান

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। ইন্ডাস্ট্রির রাজত্ব তার হাতে। অভিনয় ও প্রযোজনা করে নানা সংকটের মাঝেও হাল ধরে রাখার চেষ্টা করে যাচ্ছেন। সম্প্রতি নিউ ইয়র্ক গিয়ে দুটি সিনেমার ঘোষণা দিয়েছেন।

তবে ব্যস্ততার মধ্যেও ভুললেন শিশুদের ভালোবাসা জানাতে। বিশ্ব শিশু দিবস উপলক্ষে ফেসবুকে এক পোস্টে তিনি ভালোবাসার বার্তা দিয়েছেন।

তিনি লেখেন, ‘শিক্ষা, পুষ্টি, আশ্রয় এবং স্বাস্থ্যসেবাসহ একটি নিরাপদ শৈশব পেয়ে আমি কৃতজ্ঞ। কিন্তু সারাদেশে এখনও অনেক শিশু এসকল মৌলিক অধিকার থেকে বঞ্চিত। ভবিষ্যতের বড় সমস্যাগুলি মোকাবেলা করার জন্য আজকের শিশুদের আরও বেশি স্বাস্থ্যকর, দক্ষ এবং সক্ষম হতে হবে।

এ কারণে আমাদের সরকারকে এখনই শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি আর নিরাপত্তার মতো সরকারি খাতে শিশুদের জন্য বিনিয়োগ আরও বেশি বাড়াতে হবে।’

শাকিব খান কাজ করছেন ইউনিসেফ বাংলাদেশের সঙ্গে। সে বিষয়ে তিনি বলেন, ‘এই বিশ্ব শিশু দিবসে সকল শিশুর উজ্জ্বল এবং সফল ভবিষ্যৎ কামনা করে ইউনিসেফ বাংলাদেশেরর সাথে যোগ দিতে পেরে আমি আনন্দিত।’

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.