সম্পদ পুর্নমূল্যায়ন করেছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ সম্পদ পুর্নমূল্যায়ন অনুমোদন করেছে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর,২০১৯ সমাপ্ত হিসাব বছরের সম্পদ পুর্নমূল্যায়ন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির সম্পদ পুর্নমূল্যায়ন করেছে ফেমস অ্যান্ড আর চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অডিট ফার্ম।

কোম্পানিটির সম্পদ পুর্নমূল্যায়নের পর ৪৫ কোটি ৯৮ লাখ ৮৪ হাজার ৫৮১ টাকা  থেকে ১৮৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ৩৫২ টাকা বেড়েছে। অর্থাৎ সম্পদ বেড়েছে ১৪০ কোটি ৩২ লাখ ২৪ হাজার ৭৭১ টাকার।

সম্পদ পুর্নমূল্যায়নের পর কোম্পানির নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছে ৫১ টাকা ১৩ পয়সা।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.