বিশ্বকাপ সেরা একাদশে নেই কোনো ভারতীয়, অধিনায়ক বাবর

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামার একদিন পরই টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে বাবর আজমকে।

মোট ছয় দেশের ক্রিকেটাররা জায়গা করে নিয়েছেন আইসিসির এই সেরা একাদশে। সবচেয়ে বেশি অস্ট্রেলিয়ার তিন জন, শ্রীলঙ্কা, দক্ষিণ-আফ্রিকা ও ইংল্যান্ডের দুই জন করে, পাকিস্তান ও নিউজিল্যান্ডের একজন করে ক্রিকেটার আছেন এই একাদশে। রাখা হয়নি ভারতের কাউকেই।

আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ: ডেভিড ওয়ার্নার, জস বাটলার (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, এইডেন মার্করাম, মঈন আলী, ওয়ানিন্দু হাসারাঙ্গা, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড, ট্রেন্ট বোল্ট, অ্যানরিখ নরকিয়া।

দ্বাদশ ব্যক্তি: শাহীন শাহ আফ্রিদি।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.