পাকিস্তান সিরিজেও ফেরা হচ্ছে না তামিমের

পাকিস্তানের বিপক্ষে সিরিজেও খেলছেন না তামিম ইকবাল। হাতের ইনজুরি থেকে সেরে উঠতে না পারায় ঘরের মাঠে খেলতে পারছেন না অভিজ্ঞ এই ওপেনার। এই তথ্য নিশ্চিত করেছেন তামিম নিজেই।

কয়েক দিন আগেই তামিম জানিয়েছিলেন, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তিনি। এরপর গত ১২ নভেম্বর জাতীয় দলের ফিজিও বায়োজিদ জানিয়েছিলেন, পাকিস্তান সিরিজের আগে এনসিএলের ৬ষ্ঠ রাউন্ড দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেন এই ড্যাশিং ওপেনার।

তামিমের পুরোনো চোটের অনেকটা উন্নতি হয়েছে ঠিকই কিন্তু হাতের সেই আঙুলেই রবিবার এক্সরে করার পর আরও একটি নতুন চিড় ধরা পড়েছে। যার ফলে পাকিস্তানের বিপক্ষে পুরো সিরিজেই মাঠের বাইরে থাকতে হবে অভিজ্ঞ এই ওপেনারকে। ইনজুরির কারণে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তামিম। একই কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন না তিনি।

লম্বা সময় খেলার মধ্যে না থাকার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন তামিম। এরপর নেপালের ফ্র্যাঞ্চাইজি লিগ এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে এই ইনজুরিতে পড়েন তিনি।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.