দ্রুতই টি-টোয়েন্টি থেকে অবসর নেবেন কোহলি!

টি-টোয়েন্টিতে ভারতের হয়ে অধিনায়কের দায়িত্ব ছেড়েছেন বিরাট কোহলি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে নেতৃত্ব ছাড়লেও খেলবেন তিনি। যদিও মুশতাক আহমেদের ধারণা, দ্রুতই টি-টোয়েন্টিকে বিদায় জানাবেন কোহলি।

২০১০ সালের জুনে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পা রেখেছিলেন কোহলি। এই সংস্করণে ভারতের জার্সিতে খেলেছেন ৯৪ ম্যাচ। যেখানে দলকে নেতৃত্ব দিয়েছেন ৫০ টি-টোয়েন্টিতে। অধিনায়ক হিসেবে পরিসংখ্যানের বিচারে সফল কোহলি। তাঁর অধীনে ৩০ জয়ের বিপরীতে ১৬টি ম্যাচে হেরেছে ভারত। টি-টোয়েন্টিতে এক দশকেরও বেশি সময় পার করা কোহলি, এখনও দলের অন্যতম সেরা পারফরমারদের একজন। তাই তিনি নেতৃত্ব ছাড়লেও খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

যদিও মুশতাক সেই সম্ভনা দেখছেন না। এ প্রসঙ্গে মুশতাক বলেন, ‘আমি মনে করি, কোহলি খুব শীঘ্রই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেবে, তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলা চালিয়ে যাবে। এই সংস্করণে সে নিজের সবটুকুই দিয়েছে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভ থেকেই বিদায় নিয়েছে ভারত। কোহলির দলের এমন ব্যর্থতার দায় জৈব-সুরক্ষা বলয়ের ওপরই দিচ্ছেন মুশতাক। পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার মনে করেন, আমি মনে করি, ভারত আইপিএলের কারণেই বিশ্বকাপে ব্যর্থ হয়েছে। আমার মনে হয় বিশ্বকাপের আগে তাদের খেলোয়াড়রা এতদিন জৈব-সুরক্ষা বলয়ে থাকার পর ক্লান্ত হয়ে পড়েছিল।’

অর্থসূচক/এএইচআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.