জিম্বাবুয়েকে উড়িয়ে জয় তুলে নিলেন জাহানারা-সালমারা

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। জাহানারা আলম, সালমা খাতুন ও নাহিদা আক্তারের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ের মেয়েরা।

আগে ব্যাটিং করে মাত্র ২৩.২ ওভারে ৪৮ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। দলের হয়ে এদিন দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল একজন ব্যাটার। প্রিসিআস মারাঙ্গের ব্যাটে আসে সর্বোচ্চ ১৭ রান। বাংলাদেশের হয়ে জাহানারা ১৮ রান, সালমা ৬ রান ও নাহিদা আক্তার ২ রান খরচায় তিনটি করে উইকেট নেন। অবশিষ্ট উইকেটটি নেন রিতু মনি।

জবাবে ব্যাটিং করতে নেমে ব্যর্থ হন দুই ওপেনার মুরশিদা খাতুন এবং শারমিন আক্তার। মুরশিদা ৭ ও শারমিন ৯ রানে বিদায় নেন। এরপর আর কোনও উইকেট পড়তে দেননি ফারজানা হক এবং রুমানা আহমেদ। ফারজানা ২১ বলে ১১ ও রুমানা ২০ বলে ১৬ রানে অপরাজিত থেকে মাত্র ১০.৪ ওভারেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। জিম্বাবুয়ের হয়ে এস্থার এমবোফানা ও প্রিসিয়াস মারাঙ্গে একটি করে উইকেট লাভ করেন।

অর্থসূচক/এএইচআর

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.