ইস্টার্ণ ব্যাংকের জেপি মরগানের স্বীকৃতি

জেপি মরগানের নির্ধারিত এসটিপি পারফরমেন্স বেঞ্চমার্ক অতিক্রম করার স্বীকৃতি স্বরূপ ‘ইউএস ডলার ক্লিয়ারিং এমটি২০২ এলিট কোয়ালিটি রিকগনিশন অ্যাওয়ার্ড’ লাভ করেছে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল)।

বুধবার (১০ নভেম্বর) রাজধানীর গুলশানে ইবিএল প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার জেপি মরগান চেজ ব্যাংক এনএ বাংলাদেশ প্রতিনিধি কার্যালয়ের নির্বাহী পরিচালক সাজ্জাদ আনামের কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন।

অনুসরণীয় এসটিপি ফলাফল এবং পরিচালনার ক্ষেত্রে প্রথম লেভেল অর্জনকারী ক্লায়েন্টদের ১৯৯৭ সাল থেকে এই স্বীকৃতি দিয়ে আসছে জেপি মরগান।

উল্লেখ্য, স্বীকৃতি অর্জনের জন্য এসটিপি হার ৯৯.৭০ শতাংশেরর বেশী হতে হয়। ইবিএল-এর ক্ষেত্রে এই হার ৯৯.৯৮ শতাংশ।

আলী রেজা ইফতেখার জানায় ‘এই পুরষ্কার উচ্চমানসম্পন্ন পারফরমেন্সের প্রতি ইবিএল-এর অঙ্গীকারেরই স্বীকৃতি।

অব্যাহতভাবে উচ্চমান বজায় রেখে ব্যাংকের ইমেজকে ধরে রাখার জন্য তিনি টিম ইবিএলকেও ধন্যবাদ জানান।

অর্থসূচক/আরএমএস/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.