গুচ্ছের ফল পুনঃনিরীক্ষার আবেদন করবেন যেভাবে

দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (৭ নভেম্বর) দুপুর ১২টা থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। চলবে বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

সমন্বিত ভর্তি পরীক্ষার আয়োজক কমিটি সূত্রে জানা যায়, সমন্বিত ভর্তি সংক্রান্ত অফিশিয়াল লিংকের https://gstadmission.ac.bd/admission-result/get-form  মাধ্যমে ফল পুনঃনিরীক্ষার আবেদন করতে হবে।

ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে শিক্ষার্থীদের দিতে হবে ২ হাজার টাকা। ফল পরিবর্তন হলে আবেদনকারী টাকা ফেরত পাবেন। পুনঃনিরীক্ষিত ফল আবেদনকারীর মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

গুচ্ছ পদ্ধতিতে সমন্বিত ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল ২০ অক্টোবর, ‘বি’ ইউনিটের ফল ২৬ অক্টোবর এবং ‘সি’ ইউনিটের ফল ৪ নভেম্বর প্রকাশ করা হয়। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নানা অসঙ্গতির অভিযোগ জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর পরিপ্রেক্ষিতে ফল পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ দেওয়া হয়েছে।

 

অর্থসূচক/এএইচআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.