রাজধানীর যে ১২ কেন্দ্রে টিকা পাবে স্কুল শিক্ষার্থীরা

আগামী ১ নভেম্বর থেকে রাজধানীর ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হচ্ছে। প্রথম দফায় রাজধানীর ১২টি কেন্দ্রে এবং পরবর্তী সময়ে রাজধানীর বাইরের ২১টি কেন্দ্রে এ কার্যক্রম শুরু হবে।

ইতোমধ্যে শিক্ষার্থীদের তথ্য নেওয়ার সব কার্যক্রম শেষ হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক বেলাল হোসাইন।

রাজধানীর যে ১২ কেন্দ্রে সোমবার (১ নভেম্বর) টিকা দেওয়া হবে- হার্ডক ইন্টারন্যাশনাল স্কুল, সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, চিটাগং গ্রামর স্কুল, কসমো পলিটন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা কমার্স কলেজ, কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ, সাউথ ব্রিজ স্কুল, স্কলাসটিকা স্কুল, বিএইচ খান স্কুল অ্যান্ড কলেজ এবং আহমেদ বাওয়ানী একাডেমি।

এদিকে, স্বাস্থ অধিদপ্তর থেকে জানানো হয়েছে, বর্তমানে ৭০ লাখ ফাইজারে টিকা রয়েছে, যা দিয়ে ৩০ লাখ শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। এছাড়া নভেম্বরে আরও ৩৫ লাখ ডোজ ফাইজারের টিকা দেশে আসবে।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.