নতুন বিনিয়োগে যাচ্ছে প্যারামাউন্ট টেক্সটাইল

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড (পিটিএল) নতুন বিনিয়োগে যাচ্ছে। কোম্পানিটি ৪.১৫ মিলিয়ন মার্কিন ডল ার (স্থানীয় মুদ্রায় প্রায় ৩২ কোটি টাকা) বিনিয়োগে মূলধনী যন্ত্রপাতি আমদানি করবে।

আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, কোম্পানির ওয়েভিং ইউনিটের উৎপাদনক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এই বিনিয়োগকরা হবে। তবে ওয়েভিং ইউনিটের পাশাপাশি সংশ্লিষ্ট আরও কিছু সেকশনের উৎপাদনক্ষমতা বাড়বে এই বিনিয়োগে।

রাষ্ট্রীয় মালিকানার বাণিজ্যিক ব্যাংক থেকে দীর্ঘ মেয়াদী ফরেন কারেন্সি ঋণের মাধ্যমে বিনিয়োগের এই অর্থের যোগান দেওয়া হবে।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.