ডাম্বুলায় ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের যুবারা

ডাম্বুলায় শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশের যুবারা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৩ ওভারে সাত উইকেটে ১০৩ রান করেছে এসএম মেহরাবের দল।

টস জিতে আগে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই মাহফিজুল ইসলামের উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে ফিরে যান তাহযিবুল ইসলামও। দুজনকেই শুন্য রানে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন ভিনুজা রানপুল।

এরপর দলীয় ৪৩ রানে ইফতেখার হোসেন ও দলীয় ৪৫ রানে আব্দুল্লাহ আল মামুনের উইকেট হারায় যুবারা। ইফতেখার ২৫ রানে ফিরলেও রানের খাতা খুলতেই পারেননি মামুন।

ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে যোগ দেন আইচ মোল্লাহ (২৩), মেহরাব (২) ও আরিফুল ইসলামও (৯)। উইকেটে আছেন আহসান হাবিব (২৮*) ও আশিকুর জামান (১০*)। লঙ্কান বোলারদের হয়ে তিনটি উইকেট নেন রভিন ডি সিলভা ও রানপাল। সিরিজে এর আগের দুটি ম্যাচ হেরেছে বাংলাদেশের যুবারা।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.