৪৭ দিন পর শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে চলল ফেরি

তীব্র স্রোতের কারণে ৪৭ দিন বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে আজ পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল করছে।

আজ সোমবার (০৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ফেরি কুঞ্জলতা পরীক্ষামূলকভাবে শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওনা হয়। বিশটি ছোট-বড় যান এবং ১৫টি মোটরসাইকেল নিয়ে ফেরিটি ছেড়ে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।

শফিকুল ইসলাম জানান, আজ পরীক্ষামূলকভাবে প্রথম ফেরি চালু করা হলো। সফল হলে পরবর্তী সময়ে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর ২১ নম্বর খুঁটি বরাবর ১ দশমিক ৫ কিলোমিটার আপ-এ লাল বয়াটি পুনঃস্থাপিত হয়। শিমুলিয়া থেকে ফেরিগুলো বাংলাবাজার যাবে পদ্মা সেতুর ১৩-১৪ বা ১৪-১৫ নম্বর খুঁটির মধ্য দিয়ে। তবে লক্ষ্য থাকবে ১৪-১৫ নম্বর খুঁটির মাঝখান দিয়ে যাওয়ার। আর বাংলাবাজার থেকে শিমুলিয়া আসার সময় ১৯-২০ বা ২০-২১ নম্বর খুঁটির মধ্য দিয়ে যেতে হবে। তবে লক্ষ্য থাকবে ১৯-২০ নম্বর খুঁটির মাঝখান দিয়ে যাওয়ার।

পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে গত ১৮ আগস্ট থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.