পেছালো বিএনপির সভা

নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের আবশ্যকতাকে তুলে ধরার জন্য আজ শুক্রবার (১ অক্টোবর) আলোচনা সভার প্রস্তুতি নিয়েছিল বিএনপি। তবে শেষ পর্যন্ত আজ সভাটি না করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। একদিন পিছিয়ে শনিবার (২ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে সভাটি হবে বলে দলীয়সূত্র জানিয়েছে।

গত শনিবার (২৫ সেপ্টেম্বর) দলের স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়- ২০০১ সালের ১ অক্টোবর নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার দিনটিকে উদযাপন করবে বিএনপি। এ সিদ্ধান্ত থেকেই ১ অক্টোবর (শুক্রবার) জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা করার কথা ছিল। যদিও প্রেসক্লাব কর্তৃপক্ষ শেষ পর্যন্ত অনুমতি দেয়নি।

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, ‘এ অনুষ্ঠানের ব্যাপারে আমরা আলোচনা সাপেক্ষে না করেছি। কারণ প্রচুর লোক আসে, প্রেসক্লাব প্রাঙ্গণের ধারণ ক্ষমতার বাইরে চলে যায়। কিন্তু অন্যান্য প্রোগ্রাম ঠিক আছে। প্রেসক্লাব সবার প্রতিষ্ঠান, সবার মত প্রকাশের সুযোগ আছে।’

বিএনপিসূত্র জানায়, শনিবারের সভায় সভাপতি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতারাও আলোচনায় অংশগ্রহণ করবেন।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.